৫০০ শতাধিক ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রধান

November 11, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি (ইউ.কে) এর যৌথ অয়োজনে দৃষ্টিশক্তি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার রাজনগর উপজেলার শহীদ সুদর্শন সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের দৃষ্টিশক্তি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি।

ছালিক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এন.এস.বি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, রাজনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো: জিলাল উদ্দিন, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.কে.জিল্লুল হক, শহীদ সুদর্শন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওয়াহিদুর রহমান, ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক হারুন মিয়া প্রমূখ।

এই কার্যক্রমে প্রায় ৫০০ এর অধিক ছাত্র/ছাত্রীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ঔষধ এবং ২০ জনকে চশমা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com