মিস্টির দোকান ও আইসক্রিম ফেক্টরিকে ৩ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ভোক্তা আইন অমান্যের দায়ে মিস্টির দোকান ও আইসক্রিম ফেক্টরিকে ৩ লক্ষ টাকার জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১১ নভেম্বর জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট এলাকার স্বাগত মিস্টির দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী।
এসময় শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
নিরাপদ খাদ্য অফিসার ও মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযানে দুটি প্রতিষ্টানকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।



মন্তব্য করুন