জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব, বিদায় সংবর্ধনা ও বই পড়া উৎসব অনুষ্ঠিত

November 20, 2025,

পলি রানী দেবনাথ : ‘সুশিক্ষিত লোক মাত্রই স্ব শিক্ষিত’ এ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, জেলা পর্যায়ে নির্বাচিত গুণী প্রধান শিক্ষক ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বই পড়া উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী লাইব্রেরি কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

২০ নভেম্বর বৃহষ্পতিবার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফি উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদী হাসান, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ডেপুটি রিজিওনাল কমিশনার এহ্সানা চৌধুরী চায়না, নারী উদ্যোক্তা শিরিন আক্তার, ওপেন স্কাউট গ্রুপ এর সহ-সভাপতি ফাহমিদা হক চৌধুরীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর বলেন, বই হলো জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম, যা অজানাকে জানার সুযোগ করে দেয়।নিয়মিত বই পড়া মানুষের জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। যত বেশি বই পড়া যাবে, তত বেশি জ্ঞান বৃদ্ধি পাবে। শরীর সুস্থ রাখতে আমরা যেমন ব্যায়াম করি তেমনি মস্তিষ্ককে সবল রাখতে বই পড়া  জরুরী। কাজেই আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com