রাজনগর প্রেসক্লাবের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে ৭১’

December 16, 2025,

আউয়াল কালাম বেগ : ৭১-এ নিজেদর স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধারা। একে একে শুনালেন কীভাবে ঝাপিয়ে পড়লেন দেশ স্বাধীনের মহান যুদ্ধে। অনেকের চোখে চলে আসে পানি। গভীর আগ্রহ ভরে শুনতে থাকেন রাজনগর প্রেসক্লাবের সদস্যরা। আনমনে চেয়ে থাকের রনাঙ্গনের সেই যুদ্ধাদের দিকে।

রাজনগর প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে রাজনগরের বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ৮জনকে নিয়ে স্মৃতি চারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে।

রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেলের সঞ্চালনায় আয়োজিত স্মৃতি চারণ মূলক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন সজল চক্রবর্তী, প্রখর কান্তি চক্রবর্তী, রসময় দেব, একেএম মুস্তাফিজুর রহমান, অজয় কুমার দাস, সরদিন্দু কুমার দে, মো: ইন্তাজ আলী ও দুধলাল গোর। বীর মুক্তিযোদ্ধাদের সাথে অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি (কূটনীতিক রিপোর্টার) মিজানুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আজিজ।

বিকাল সাড়ে ৩টায় রাজনগর প্রেক্লাবের কার্যালয়ে আয়োজিত “বীর মুক্তিযোদ্ধাদের  স্মৃতিতে ৭১” অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ভারতে ট্রেনিং ও পরবর্তী বাংলাদেশে পাকবাহিনীর সাথে কীভাবে কোথায় যুদ্ধ হলো তা তুলে ধরেন। ক্ষুধা ও অস্ত্র স্বল্পতা থাকা সত্ত্বেও কিভাবে যুদ্ধে ঝাপিয়ে পড়লেন সেই স্মৃতি তুলে ধরেন। মুক্তিযোদ্ধাের নিয়ে ৫৪ বছরে এমন আয়োজন কেউ করেনি উল্লেখ করে মুক্তিযোদ্ধারা রাজনগর প্রেক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।

রাজনগর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক স্মৃতিচারনমূলক অনুষ্ঠান আয়োজনের অংশ হিসেবে বিজয় দিবস উপলক্ষ্যে ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এ আয়োজন করা হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের হাথে স্মৃতিস্মারক তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com