ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির

January 5, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

৫ জানুয়ারি সোমবার সদর উপজেলার শমসেরগঞ্জ-দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত চক্ষু শিবির থেকে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ গ্রহণ করেন। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় এই শিবির অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় চক্ষু শিবিরের কার্যক্রম শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। চোখের চিকিৎসার পাশাপাশি চোখে ছানিসহ জটিল রোগীদের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। পরবর্তীতে হাসপাতালের মাধ্যমে তাদের চোখ অপারেশন করা হবে।

বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: ইমরান আহমদের নেতৃত্বে চিকিৎসা প্রদানে ছিলেন রিসিপশনিস্ট আব্দুল মান্নান, রিসিপশনিস্ট প্রিয়তা চৌধুরী, প্যারামেডিক বদরুল ইসলাম, কাউন্সিলর মিসেস শিফা বেগম।

চক্ষু শিবির পরিদর্শন করেন করেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন।

আলহাজ্ব কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম বলেন, এই ট্রাস্টের অধীনে আমাদের পরিবারের পক্ষ থেকে শিক্ষা ও সেবামূলক কাজ পরিচালনা করা হয়। এই চক্ষু শিবির আমাদের ধারাবাহিক একটি কর্মসূচি। এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে চোখের সেবা নিতে পারছেন। চক্ষু শিবিরের সার্বিক তত্বাবধানে ছিলেন অ্যাডুকেশন ট্রাস্টের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম এবং হাফিজ শাহেদ আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com