ভুমিকম্পে কেঁপে উঠলো মৌলভীবাজার, উৎপত্তিস্থল আসাম

January 5, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার ও সিলেট আশপাশের এলাকায় ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ইউনাইটেড স্টেট জিওলজিকাল সার্ভে-ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

জানা গেছে, ভোর রাতে মৌলভীবাজারে প্রায় সর্বত্র অনুভূত হয়। তবে ঘুমে থাকার কারণে অনেকেই টের পাননি। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com