কমলগঞ্জে “দোকান খোলে বসেছি , কাষ্টমার আসলে বেচবো”

January 5, 2014,

ভোটার নেই, কেন্দ্র ফাঁকা। ব্যস্ততা নেই আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের। দুপুর ১২ টায় এ দৃশ্য দেখা গেল মৌলভীবাজার-২ আসনের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে। সাংবাদিক দেখেই এগিয়ে এলেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার । নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রিসাইডিং অফিসার জানালেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে তেমন কোনো ভোটার কেন্দ্রমুখি হননি। এ কারণেই আয়েশি সময় কাটছে তাদের। তিনি আরো জানান, ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা ১ হাজার ৭শ’১৮ জন। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ৩শ। এক প্রশ্নের জবাবে বলেন, সরকারে নির্দেশে দোকান খোলে বসেছি, কাষ্টমার আসলে বেচবো না আসলে কিছু করার নেই। এই অবস্থা শুধু ওই কেন্দ্রই নয়, উপজেলার বস্তি এলাকার প্রায় সবকটি কেন্দ্রই একই দৃশ্য দেখা গেছে।
ভোটার নেই, কেন্দ্র ফাঁকা। ব্যস্ততা নেই আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের। দুপুর ১২ টায় এ দৃশ্য দেখা গেল মৌলভীবাজার-২ আসনের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে। সাংবাদিক দেখেই এগিয়ে এলেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার । নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রিসাইডিং অফিসার জানালেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে তেমন কোনো ভোটার কেন্দ্রমুখি হননি। এ কারণেই আয়েশি সময় কাটছে তাদের। তিনি আরো জানান, ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা à§§ হাজার ৭শ’১৮ জন। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে ৩শ। এক প্রশ্নের জবাবে বলেন, সরকারে নির্দেশে দোকান খোলে বসেছি, কাষ্টমার আসলে বেচবো না আসলে কিছু করার নেই। এই অবস্থা শুধু ওই কেন্দ্রই নয়, উপজেলার বস্তি এলাকার প্রায় সবকটি কেন্দ্রই একই দৃশ্য দেখা গেছে। à¦•মলগঞ্জ প্রতিনিধি॥

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com