লাউয়াছড়ার রাস্তায় গাছ পড়ে ১ ঘন্টা যানচলাচল বন্ধ

July 11, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল-কমলগঞ্জের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভিতর দিয়ে চলে যাওয়া রাস্থায় কিছু দিন পর পরই গাছ ভেঙ্গে পড়ে। এতে করে দূর্ঘটনার শিকার হন এই রাস্তা দিয়ে চলাচলকারীরা।
১০ জুলাই সোমবার দুপুর ১টার দিকে আবারো একটি গাছ ভেঙ্গে পড়লে প্রায় ১ ঘন্টা শ্রীমঙ্গল-কমলগঞ্জ যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পূর্বের মতো কোন যানবাহনের উপর গাছ পড়েনি। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মিরা এসে রাস্থা থেকে গাছ সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করে। কিছু দিন পর পর এই গাছ পড়ার বিষয়টি বন বিভাগ অতি গুরুত্ব দিয়ে দেখবে এমনটাই আশা করছেন সাধারণ মানুষেরা।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল লাউয়াছড়ায় চলন্ত সিএনজি চালিত অটো রিকশার উপর গাছ পড়ে তিনজন নিহত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com