কমলগঞ্জে ভূয়া ফেইসবুক আইডি দিয়ে সম্মান হানির চেষ্টা ॥ থানায় জিডি
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর খাজা রেষ্ট হাউজের ম্যানেজার মো: নিজাম উদ্দিনের বিরুদ্ধে কে বা কারা ভূয়া ফেইসবুক আইডি (সত্যবাদী সত্যবাদী) ব্যবহার করে বিভিন্ন ধরণের উস্কানিমূলক পোষ্ট প্রদান করে সম্মান হানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নিজাম উদ্দিন ৩ মার্চ মঙ্গলবার রাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানায় একটি জিডি করেন।
থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়,২৮ ও ৩০ মার্চ তারিখে “ সত্যবাদী সত্যবাদী” আইডি ব্যবহার করে কে বা কারা শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের হাজী জসিম উদ্দিনের ছেলে মো: নিজাম উদ্দিন (৩৩) এর ছবি পোষ্ট করে শমশেরনগর এয়ারপোর্ট রোডস্থ খাজা রেষ্ট হাউজ এর নামে বিভিন্ন ধরণের উস্কানিমূলক কথাবার্তা প্রকাশ করেন। অজ্ঞাতনামা ফেইসবুক আইডি ব্যবহার করে নিজাম উদ্দিন এবং খাজা রেষ্ট হাউজ এর বিরুদ্ধে ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা ও অশালীন কথাবার্তা পোষ্ট করে সামাজিকভাবে নিজাম উদ্দিন ও তার প্রতিষ্ঠানের সম্মান হানি করেন। এ ব্যাপারে নিজাম উদ্দিন গত মঙ্গলবার রাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানায় একটি জিডি করেন। কমলগঞ্জ থানার জিডি নং ১৫৯, তারিখ-০৩/০৪/১৮ইং।
মন্তব্য করুন