শ্রীমঙ্গল ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দাবি

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল / প্রধান শিক্ষকের নিকট ল্যাপটপ দেওয়ার নামে টাকা দাবি একটি প্রতারক চক্র।
এব্যাপারে সকলকে সতর্ক থাকতে উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল’ এর ফেইসবুক আইডি থেকে একটি সতর্কীকরণ পোস্ট দেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর :১৯৩৮।
উপজেলা অফিস সুত্রে জানা যায়, শনিবার (৩১ আগষ্ট) সকাল থেকে দাপ্তরিক নাম্বার (০১৭৩০৩৩১০৭২) থেকে ফোন করে মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটার দেওয়া হবে বলে টাকা দাবি করে। বিষয়টি উপজেলা অফিসকে অবগত করলে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, কিছু অসাধু চক্র অফিসের দাপ্তরিক নাম্বারটি ক্লোন বা হ্যাক করে শিক্ষা প্রতিষ্ঠনের প্রধানদের কাছে টাকা দাবি করছে। বিষয়টি উর্ধŸতন মহলে অবগত করা হয়েছে এবং প্রতারক চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন