কমলগঞ্জের শমশেরনগরে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “সুস্থ দেহ সুস্থ মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে বিপুল উৎসাহ উদ্দীপনা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে ১ সেপ্টেম্বর রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সকালে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য ও মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। এর আগে রোববার সকালে মিলাদ ও দোয়া আয়োজনের মাধ্যমে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু হয়।
সুন্দর একটি মনোরম পরিবেশে, কম্পিউটারাইজড পদ্ধতিতে সকল চিকিৎসা ব্যবস্থা ও পরীক্ষা নিরীক্ষা করে রোগীদের উন্নত সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হবে বলে আশা করছেন এর সাথে সম্পৃক্ত সকলে। প্রতিষ্ঠানে পরিচালকরা জানান, শমশেরনগরে এই প্রথম আধুনিক ও উন্নত প্রযুক্তির মেডিক্যাল স্বাস্থ্যসেবা দিবে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
মন্তব্য করুন