কালনাগিনী উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত
September 3, 2019,

তোফায়েল পাপ্পু॥ এতো দিন শুধু সিনেমাতেই মানুষ কালনাগিনী দেখতো। এবার বাস্তবে ধরা পড়লো কাল নাগিনী সাপ। শ্রীমঙ্গলে কলার আড়ৎ থেকে একটি কাল নাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় শহরের নতুন বাজার দক্ষিণ রোড সুশান্ত বাবুর কলার আড়ত থেকে কাল নাগিনী সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা। পরে সাপটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান দুপুরে সাপটিকে উদ্ধারকৃত কাল নাগিনী সাপটি বিকেল সাড়ে ৫টায় বন কর্মকর্তা আনোয়ার হোসেনের উপস্থিতিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন