মাদক বিরোধী শিশু সমাবেশ অনুষ্ঠিত

September 3, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।  ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে  রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ-পরিচালক মো: আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমদ, নুরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মুহিবুর রহমান জালালী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য গণমাধ্যমকর্মী, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্টান শেষে অতিথিরা বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com