শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও বৃক্ষ বিতরণ

September 3, 2019,

তোফায়েল পাপ্পু॥ সংসদ সদস্য (মৌলভীবাজার-৪) এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮ হাজার শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর দুপুর ২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে  টিফিন বক্স তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিন প্রমুখ।  অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com