শ্রীমঙ্গলে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে আটক ১২

September 4, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণের অপরাধে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে লোকাল ও আন্তঃনগর ট্রেনে  অভিযান চালিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানা পুলিশের সদস্যরা  ১২ জনকে আটক করেছে। এর মধ্যে একজন যাত্রী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেয় পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দিনব্যাপী আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা, সিলেট থেকে ছেড়ে আসা  ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা ও চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে জিআরপি থানা পুলিশ ঝটিকা এ অভিযান পরিচালনা করে। শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম এই তিনটি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণের অপরাধে এদের আটক করে। আটককৃতদের ওইদিন বিকেলে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে প্রেরণ করে। আটককৃতরা হলো- জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে ইদ্রিছ আলী (৩৫), উত্তর বড়ডহর গ্রামের আছকর আলীর ছেলে আ: হক (২৪), একই গ্রামের জামাল মিয়ার ছেলে শাওন মিয়া (২১), একই উপজেলার কেওলাকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ফারুক মিয়া(৩৫), কুলাউড়া উপজেলার মমরুজ পুর গ্রামের ছত্তর আলীর ছেলে মনু মিয়া(৩২), শ্রীপুর গ্রামের উস্তার মিয়ার ছেলে ইমন আলী (২৩), কমলগঞ্জ উপজেলার মতুরাপুর গ্রামের মৃত হরমত আলীর ছেলে আলিক মিয়া (৪০), হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আক্কাস আলী (৪০), একই জেলার চুনারুঘাটের নোয়াগাঁও গ্রামের মৃত আ: ছামাদের ছেলে আ: কাদির (৩২), কুমিল্লার বরুরা উপজেলার ছোট বাতুয়া গ্রামের শফিক মিয়ার ছেলে ইমরান (২২) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর হাজীপুর গ্রামের আছাদ উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com