সততা ষ্টোর স্থাপনের লক্ষ্যে শ্রীমঙ্গলে আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন

September 4, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সততা ষ্টোর স্থাপনের সাম্ভাবতা যাচায়ের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর নেতৃবৃন্দ।

২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার এর নেতৃত্বে কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদসহ উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও স্টেশন সংল্গন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

প্রতিনিধি দল সততা ষ্টোরের কার্যক্রম, উদ্দেশ্য, করণীয় ও তার ফলাফল নিয়ে শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুর রউফ ওরফে আবরু মিয়া ও প্রধান শিক্ষক খালেদ মো: আব্দুল বাসিতসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুর রউফ ওরফে আবরু মিয়া জানান, সততা ষ্টোর স্থাপনে জন্য তিনি ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে আলাপ করে তাদের সিদ্ধান্ত জানাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com