নিখোঁজ সংবাদ

September 5, 2019,

আমার ছেলে সোহাগ মিয়া (১১)  ১০/১২ দিন পূর্বে  নিখোঁজ হয়েছে। আমি (নুরফুল বেগম,৪৫)  ও আমার ছেলে সোহাগ (১১) সম্প্রতি আমার বোনের ছেলে বিল্লাল মিয়ার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামাল পুর এর বাড়িতে বেড়াতে আসি। আমি ও আমার ছেলে বেড়ানো অবস্থায় ৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সকাল অনুমান ১১ টার দিকে আমার ছেলে সোহাগ মিয়া কাউকে কিছু না বলে আমার বোনের ছেলে বিল্লাল মিয়ার বসত বাড়ি থেকে কোথায় চলে যায়। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে আর পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার,স্বাস্থ্য মাঝারী গঠনের,উচ্চতা অনুমান ৪ ফুট,পরনে থ্রি কোয়াটার প্যান্ট এবং গায়ে গেঞ্জি ছিল। সে সিলেটের সুনামগঞ্জ জেলার আঞ্চলিক  ভাষায় কথা বলে। মৌলভীবাজার মডেল থানায় জিডিনং: ৪৪৬, তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০১৯ইং।  তাকে পাওয়া গেলে দয়া করে নিকটস্ত থানায় অথবা মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ থাকল।

নূরুফুল বেগম

স্বামী-তফাজ্জল মিয়া

সাং: হাছন নগর

থানা ও জেলা: সুনামগঞ্জ

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com