ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

September 5, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার  ভৈরবগঞ্জবাজার ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনের পুলিশ ফোর্স । অভিযানকালে ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত লুতফিয়া ষ্টোরকে ১ হাজার টাকা, খান মার্কেট এ অবস্থিত এম সি ষ্টোরকে ১ হাজার টাকা, মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে  মূল্য তালিকা না রাখা, প্রসাধনীর গায়ে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণে তারিখ লেখা না থাকা, বিস্কোরক আইনের শর্ত লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ  বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com