পানিতে ডুবে শিশুর মৃত্যু

September 5, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল ৯টায় উপজেলার আশীদ্রোন ইউনিয়নের পশ্চিম আশীদ্রোন তিতপুর গ্রামের মো.তছকির মিয়ার মেয়ে  মোছা. তাহিবা আক্তার নামে আড়াই বছরের বাড়ী সামনের পুকুরে ডুবে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন,শিশুটির বাবা মা সকালে ভাত খাওয়ার  সময় মেয়েটিকে বশত বাড়ীর উঠানে খেলাধুলা করতে দেখে যান। খাওয়ার পর তাহিবাকে উঠানে না দেখতে পেয়ে খোঁজাখোঁজি করে মেয়ের বাবা বাড়ীর সামনে পুকুরে মেয়েকে ভেসে থাকে দেখেন।

পুকুর থেকে তাকে তুলে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান থেকে এ্যাম্বুলেন্স যোগে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স অশোক নন্দী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন বাচ্চাটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com