ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

September 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর রাত আটটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের পাশেই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে রাত আটটার দিকে একটি মালবাহী ট্রেন সাতগাঁও স্টেশন অতিক্রম করে, ট্রেনটি যাওয়ার পরই তারা রেল লাইনে লাশ দেখতে পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় খবর দেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত আটটার দিকে আমরা খবর পাই ট্রেনে কাটা পড়ে একজন লোক মারা গেছে। সেই অনুযায়ী আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি। আমরা লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।লাশের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com