কমলগঞ্জে সিএনজি অটোরিকশা কেড়ে নিলো ছাত্রলীগ নেতার প্রাণ

September 8, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ (২০) সিএনজি চাপায় নিহত হয়েছেন। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কমলগঞ্জ উপজেলা সংলগ্ন আদমপুর সড়কের ডাঃ গৌরমনি সিনহার বাসার সম্মুখে একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়, পরে স্থানীয় লোকজন আহত তুষার কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষনা করেন। নিহত তুষার আহমেদ রহিমপুর ইউনিয়ন এর সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস আলীর একমাত্র পুত্র।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি অটোরিকশা আটক করে থানায় আনা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, তুষার চলতি বছরের এইচএসসি পরিক্ষায় কমলগঞ্জ সরকারী গণ-মহাবিদ্যালয় থেকে অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছিলো। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।  একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এদিকে তরুন ছাত্রনেতা তুষারের মর্মান্তিক মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে রোববার বেলা ২টায় সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ মাঠে হাজারো দলীয় নেতাকর্মী, এলাকাবাসী ও বিপুল সংখ্যক নানা শ্রেণিপেশার লোকের উপস্তিতিতে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com