নিয়তি

September 9, 2019,

মোঃ জুমান হোসেন॥

নিয়তি যেন প্রদীপের আলো

যখন জলে তখনই ভালো

নিয়তি যেন রংধনু

কখনত্ত সাত রং আবার কখনঙ নীলো

নিয়তি যেন রাতে চাঁদের আনাগোনা

দিনের আলোয় নিরুদ্দেশ

নিয়তি যেন তারার ঝিলিমিলি

না ছোয়ার হতাশা

নিয়তি যেন রাজকীয় স্বপ্ন

ভাঙ্গানে হয় শেষ

নিয়তি মানে সুখ খুজতে গিয়ে হতাশা

নিয়তি করে আচেনাকে চেনা

নিয়তি করে ঘৃণাকে ভালবাসা

আর ভালবাসাকে ঘৃণা

নিয়তি করে বন্ধুকে শত্রু

আর শত্রুকে  বন্ধু

নিয়তির খেলা জানা শুধুই খোদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com