শ্রীমঙ্গলে বৃদ্ধার লাশ উদ্ধার

September 10, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রীমঙ্গলে মনিন্দ্র দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ইসবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলায় দড়ি দিয়ে ঝুলানো লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল  থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আব্দুস ছালেক  বলেন, বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে বলে আমরা ধারনা করছি। যেহেতু পরিবারের কেউ চাইছে না আর লাশের শরীরেও পচন ধরে গেছে তাই আমরা লাশটি পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করেছি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com