বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুধ্ব ১৭) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ সেপ্টেম্বর বিকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়্ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, প্রবাসী আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জুয়েল, জহর তরফদার, সাবেক জাতীয় দলের খেলুয়াড় ইকরাম রানা,মিলন দাশ গুপ্ত, মোসলেউদ্দিন রমজান প্রমুখ।
এসময় সাবেক কৃতি ফুটবলার জহিরুল ইসলামের অকাল মৃত্যুত এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে শ্রীমঙ্গল ৩নং ইউনিয়ন পরিষদ বনাম ৪নং সিন্দুর খান ইউনিয়ন পরিষদ।
মন্তব্য করুন