ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

September 12, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট, সিন্দুর খান রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স । অভিযানকালে কালীঘাট রোডে অবস্থিত নিপা ফার্মেসীকে ৩ হাজার টাকা, সিন্দুর খান রোডে অবস্থিত ভি আই পি ফুডসকে ৩ হাজার টাকাসহ মোট ৬ হাজার  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে  মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, খাদ্য পণ্যে ক্ষতিকর রং মিশিয়ে খাদ্য পণ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com