সংযুক্ত আরব আমিরাতে দূর্ঘটনায় নিহত কমলগঞ্জে কৃতি সন্তান আজাদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

September 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অবস্থায় একটি মর্মান্তিক দূর্ঘটনায় নিহত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের মৃত মো: উস্তার মিয়া ও রুকিয়া বেগম দম্পতির ছেলে আজাদ মিয়ার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করলো “কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত”।শুক্রবার ১৩ সেপ্টেম্বর দুপুরে নিহত আজাদের বড়চেগ গ্রামে কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত এর যুগ্ম সম্পাদক তায়েফ আহমেদ, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবু ছারওয়ার তালুকদার কর্তৃক আজাদ মিয়ার মা রুকিয়া বেগম এর কাছে আনুষ্ঠানিকভাবে ৫০ হাজার টাকা নগদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন এইবেলা ডট নেট সম্পাদক মো: আজিজুর রহমান আজিজ, কমলগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, পতনঊষার ইউপির ১নং ওয়ার্ড সদস্য রিপন ইসলাম ময়নুল, দৈনিক খবর পত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, মুক্তিযোদ্ধা মতলিব মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও নিহতের আজাদের পারিবারিক সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com