মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু

September 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের রানীরবাজার তিলকপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার তিলকপুর গ্রামের ভুবেনশ^র সিংহের স্ত্রী বধনী দেবী স্বামীকে নিয়ে সড়ক দিয়ে হাঁটতে বেরিয়েছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল মহিলাকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নেওয়ার আগেই মহিলার মৃত্যু ঘটে। কমলগঞ্জ থানায় কমর্রত ডিএসবি পুলিশ দ্বিপক সরকার নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতের দুই ছেলে সরকারি হাসপাতালের চিকিৎসক। ১জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজন কুমিল্লা হাসপাতালে কর্মরত আছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com