শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার
September 14, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের ইসবপুর গ্রামে ধানক্ষেত থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর সকালে ইসবপুরের তামিম রিসোর্টের পাশের ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, গ্রামের কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গেলে তারা সাপটি দেখতে পান। তারা আমাদের খবর দেন। আমরা দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি বর্তমানে সুস্থ অবস্থায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রয়েছে। শীঘ্রই এটিকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, বনে অজগর সাপের খাদ্য ও বাসস্থান এর অভাবের কারণে খাদ্যে সন্ধানে বন ছেড়ে প্রায়ই অজগর সাপ লোকালয়ে চলে আসছে।
মন্তব্য করুন