যোগী সম্মিলনী সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত বেনু সভাপতি ও শৈলেন্দ্র সম্পাদক নির্বাচিত

September 15, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ যোগী সম্মিলনী সিলেট বিভাগ এর আয়োজনে সুনামগঞ্জ জেলা যোগী সম্মিলনীর সম্মেলন ১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন শ্রীকান্ত গোস্বামী। প্রাক্তন ইউপি সদস্য রুপেন্দ্র দেবনাথ (বেনু) এর সভাপতিতে সম্মেলনে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগী সম্মিলনী সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ দিগেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এড. কানাইলাল দেবনাথ। এ সময় আরো উপস্থিত ছিলেন যোগী সম্মিলনী মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দসহ সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলার নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্ব্বসম্মতিক্রমে রুপেন্দ্র দেবনাথ (বেনু)-কে সভাপতি, শৈলেন্দ্র দেবনাথকে সাধারন সম্পাদক, প্রবাল দেবনাথ (অপু)-কে সাংগঠনিক সম্পাদক ও বকুল দেবনাথ-কে প্রচার সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিস্ট যোগী সম্মিলনী সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। সবশেষে বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশ্বম্ভরপুর উপজেলার যোগী ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com