লাউয়াছড়া উদ্যানে গাছ চুরি থামছে না
September 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ চুরি থামছে না। প্রতিনিয়ত ট্রাক বোঝাই করে উদ্যানের গাছ পাচার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়ার একটু সামনে বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে গাছ চোররা। এমন দৃশ্য চোখে পড়ে। তার পর গাছচুরি থামছে না।
বন, পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দন তিনি বলেন, ‘বন রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। গাছ চুরি বন্ধ করতে মন্ত্রণালয় জিরো টলারেন্স।
মন্তব্য করুন