কমলগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে রহিমপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ান

September 16, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার ১৬ সেপ্টেম্বর বিকালে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলো ড্র হয়। পরে ট্রাইব্রেকারে রহিমপুর ইউনিয়ন দল ৪-৩ গোলে মাধবপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। পরে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com