কমলগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব ৯

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাজেরচর এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার ১৬ সেপ্টে¤¦র গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি খালেকসহ একটি অভিযানে কমলগঞ্জ উপজেলার মাজেরচর এলাকা থেকে সিলেট জেলার বিশ্বনাথ থানার (বিশ্বনাথ থানার জি আর ১১৭/০৪ ধারাঃ ৩০২/৩৪ পেনালকোড) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী হচ্ছে- আশরাফ হুসেন ওরপে ময়না মিয়া (৫০), পিতাঃ মৃত সোনাফর আলী, সাং- পূর্বপাড়া নোয়াগাঁও, থানাঃ বিশ্বনাথ জেলাঃ সিলেট। গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন