শ্রীমঙ্গলে খুনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
September 17, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক খুনের আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শ্রীমঙ্গল থানার এ এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুলিশ ফোর্স ১৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত দেড় টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন লষ্করপুর চা বাগানে অভিযান পরিচালনা করেন। এসময় শুকু কালিন্দি ওরফে নিরাস (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন। শুকু কালিন্দির বিরুদ্ধে একটি খুনের মামলায় যাবজ্জীবন ও অপর একটি মামলায় ৩ বছরের কারাদন্ডাদেশ রয়েছে।
সে দীর্ঘদিন যাবত পালিয়ে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত কালিন্দি লষ্করপুর চা বাগানের চন্দ্র কালিন্দির পুত্র বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত কালিন্দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন