কমলগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ : দপ্তরী আটক
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে কমলগঞ্জ থানা পুলিশ দপ্তরী অজিত দেবনাথ (২৭)কে আটক করে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করে। আটক দপ্তরী ধর্মপুর গ্রামের রুপেশ দেবনাথের ছেলে। তবে অভিযুক্তের বাবা ছাত্রী হয়রানীর বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এ ঘটনায় বিদ্যালয় এসএমসি দপ্তরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার ১৫ সেপ্টেম্বর সকাল পৌনে ৯ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী অজিত দেবনাথ একই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ঝাড়– দেয়ার কথা বলে স্কুলের শিশু শ্রেণীর রুমে নিয়ে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। টানাহেচড়ার এক পর্যায়ে ছাত্রীটি দৌড়ে পালিয়ে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তৎক্ষনাৎ বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবগত করে কোন সুবিচার না পাওয়ায় শনিবার রাতেই ছাত্রীর বাবা ধর্মপুর গ্রামের লোকমান হোসেন বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। রোববার ভোর রাতে কমলগঞ্জ থানা পুলিশ ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী অজিত দেবনাথকে বাড়ি হতে আটক করে। এদিকে এ ঘটনায় জড়িত দপ্তরীর পিতা রুপেশ দেবনাথ তার পুত্রের উপর আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র বলে পাল্টা অভিযোগ করেন।
ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ ভট্টাচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে মঙ্গলবার স্কুল ম্যানেজিং কমিটির জরুরী সভা আহবান করে দপ্তরী অজিত দেবনাথকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দপ্তরী কাম নৈশ প্রহরীকে বরখাস্ত করে উপজেলা শিক্ষা অফিসে প্রতিবেদন জমা দেয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দপ্তরী যৌন হয়রানির কথা স্বীকার করেছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। আটক আসামীকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন