শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে অনুদানের চেকবিতরণ করলেন উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি

September 18, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি বলেছেন,‘অতীতের সরকারগুলোর আমলে চা বাগানের ছেলে মেয়েরা লেখাপড়ায় বঞ্চিত হওয়ার কারণেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার শ্রীমঙ্গলের ৪২ টি চাবাগানে  সরকারি প্রাথমিক বিদ্যালয়  স্থাপন করে দিয়েছে। উপজেলার সকল প্রাইমারী স্কুলে শিক্ষার্থীদের টিফিন বক্স দিয়েছি। চা বাগানের রাস্তাঘাট পাকা করে দিয়েছি। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সামজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের উচ্চ শিক্ষায় গ্রহনের জন্য প্রায় ১০ কেটি টাকা ব্যয়ে রাজঘাট ইউনিয়নে বর্মাছড়া চাবাগানে একটি হাইস্কুল সরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। শেখ হাসিনার সরকার চায়, চা বাগানের ছেলেমেয়েরা বড় হউক। লেখাপড়া করে তাদের কর্ম জীবন আরও সমৃদ্ধ হউক’।

মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসুচির আওতায় ১হাজার ১৫৯টি পরিবারকে ৫ হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম,সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল,আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু কুমার দেব,চা শ্রমিক নেতা সিতারাম অলমিক,শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

তিনি বলেন,চা বাগানের ছেলে মেয়েদের লেখাপড়া জন্য শ্রীমঙ্গল উপজেলার প্রত্যেকটি চাবাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছি। আগে এসব চাবাগানগুলোতে একটিও সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না। আর এসব বিদ্যালয়ে বাগানের ছেলেমেয়েরাই চাকুরী পেয়েছে। এই স্কুলগুলো করে দেয়ার কারণে চাবাগানের ছেলে মেয়েরা  উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com