শ্রীমঙ্গলে উদ্বোধনের অপেক্ষায় গ্রিন ‘টি’ কারখানা

September 18, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে নবনির্মিত গ্রিন টি কারখানা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের অর্থায়নে ও চীনের কারিগরি সহযোগিতায় ইতোমধ্যে গ্রিন টি কারখানা স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন চলছে পরিক্ষামূলক উৎপাদন।

সূত্র জানায় দেশে-বিদেশে গ্রিন টির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে দেশে গ্রিন টির জনপ্রিয়তা বেড়ে চলেছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে গ্রিন টি অনেক জটিল রোগের প্রতিরোধক হিসেবে বিবেচনা করা হয়। চীন ও জাপানিরা সাম্প্রতিককালে পানি অথবা কোমল পানিয়ের পরিবর্তে গ্রিন টি পান করাকে অধিক পছন্দ করছে।

এ ছাড়া চীন, তাইওয়ান, হংকংসহ বেশ কিছু দেশে গ্রিন টির কদর বাড়ছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে। এই চা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যানসার নিরাময়ে বিশেষ উপযোগী।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ আলী জানান গ্রিন টি নিয়ে গবেষণা, মান নিয়ন্ত্রণ, উৎপাদন বৃদ্ধি ও গ্রিন টি-কে জনপ্রিয় করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এই কারখানায় বছরে ৪০ হাজার কেজি গ্রিন টি উৎপাদিত হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com