জুড়ীতে শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর গোয়ালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিনবক্স বিতরন করা হয়।
বুধবার ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুঈদ ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাজে টিফিন বক্স বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন আহমদ মইজন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, বিশিষ্ট রাজনীতিবীদ, সমাজ সেবক ডাঃ গিয়াস উদ্দিন সিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকা, আওয়ামীলীগ নেতা অটল কৃষাণ সিং সিবেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন আহমদ সেলিম, জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মাসুক আহমদ, দুলাল আহমদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান সহ স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গোয়াল বাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমনের সৌজন্যে ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে টিফিনবক্স বিতরন করা হয়।
মন্তব্য করুন