শ্রীমঙ্গলে আবৃত্তি ,শুদ্ধ উচ্চারণ ও বিতর্ক বিষয়ক কর্মশালা এবং প্রতিযোগিতা আয়োজন

তোফায়েল পাপ্পু॥ ছাত্র/ছাত্রীদের বাংলা ভাষা শুদ্ধ ভাবে পড়া লেখার লক্ষ্যে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগীতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় গত ১৮ই সেপ্টেম্বর ২০১৯ইং বুধবার শ্রীমঙ্গলের পাহাড়ী অঞ্চলে অবস্থিত মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ , আবৃত্তি ও বিতর্ক বিষয়ক এক কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করে । দিন ব্যাপি উক্ত কর্মশালায় এবং প্রতিযোগিতায় প্রায় ২০০শত শিক্ষার্থী অংশগ্রহণ করে । এছাড়াও প্রতিযোগিতা শেষে ৩০জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ তুলে দেওয়া হয় । দুপুর ৩ঘটিকায় আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান , এলাকা ব্যবস্থাপক আরডিআরএস বাংলাদেশ শ্রীমঙ্গল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিপ্ত রায়, সহকারী শিক্ষক মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় , জনাব খলিলুর রহমান , সহঃ প্রধান শিক্ষক মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় , মোঃ আমিনুল ইসলাম , সহকারী শিক্ষক মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুল হাছান ।
মন্তব্য করুন