শ্রীমঙ্গলে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ‘রক্তের গ্রুপ জানব, রক্ত দান করব’ এই শ্লোগান সামনে রেখে শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবক সংগঠন ‘উদ্দীপ্ত তারুণ্য’ এর আয়োজনে ও হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় উপজেলার ভূনবীর হাই স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন ভুনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজেম আল কোরেশী, ভূনবীর দশরথ হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দীপংকর দাশ, সহকারী শিক্ষক সুদাংশু রঞ্জন পাল, সহকারী শিক্ষক তারিক হাসান, সাতকরা রেস্টুরেন্ট এর সত্বাধীকারি রেজাউল করিম সানি প্রমুখ। এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়।
উদ্দীপ্ত তারুন্যের সদস্য অসীম দেব ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে থেকেই রক্তদানে আগ্রহী হয়ে উঠতে পারে সেজন্য আমরা স্কুল কলেজে এ ধরনের কর্মসূচী করছি। কলেজের অনেক শিক্ষার্থীই এখন রক্ত দিতে আগ্রহী হয়ে উঠছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।
হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজেম আল কোরেশী বলেন, অনেকেই রক্ত দিতে ভয় পায়। রক্তদানে কোন ভয় নেই। একজন সুস্থ মানুষের শরীরে পাঁচ-ছয় লিটার রক্ত থাকে। এর মধ্যে সাধারণত ২৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত দান করা হয়, যা শরীরে থাকা মোট রক্তের মাত্র ১০ ভাগের এক ভাগ। বছরে তিনবার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়ায়। নিয়মিত রক্তদানকারীর হার্ট ও লিভার ভালো থাকে।
মন্তব্য করুন