কমলগঞ্জে গুড নেইবারস এর উদ্যোগে পরীক্ষাত্তোর মূল্যায়ন অনুষ্ঠিত

September 19, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে  আন্তর্জাতিক  স্বেচ্ছাসেবী সংস্থা  গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বৃহস্পতিবার ১৯  সেপ্টেম্বর সংস্থার আদমপুরস্থ মৌলভীবাজার সিডিপি কার্যালয়ের কনফারেন্স হলে পরীক্ষাত্তোর মূল্যায়ন অনুষ্ঠিত হয়।  সকাল সাড়ে ১১টায় সংস্থার প্রকল্প ব্যবস্থাপক  লিংকন রায়ের  সভাপতিত্বে ও  শিক্ষা  কর্মকর্তা  জুয়েল  বিশ্বাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান   অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার বেগম। বিশেষ  অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, আদমপুর ইউপি সদস্য কে. মনীন্দ্র সিংহ, জুমের আলী ও বশির  বক্স। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং এসএমসি সভাপতিবৃন্দের অংশগ্রহণে এ অনুষ্ঠানে স্কুলে উপস্থিতি ও  মেধা  মূল্যায়ন করে  পুরষ্কৃত করা  হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com