শ্রীমঙ্গলে বধ্যভুমি একাত্তরের শহীদানদের স্মরন
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল সাধুবাবারতলী বধ্যভুমি একাত্তরে শহীদানদের স্মরণ ও এর উন্নয়নকল্পে সূধীজনের সাথে মতবিনিময় করলেন বধ্যভুমি সংরক্ষনে উদ্যোগী ভুমিকাকারী ব্রিগেডিয়ার জেনারেল অব: নরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, শিক্ষক জহর তরফদার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অমিয় ভূষন ভট্টাচার্য, দেবাশীষ চৌধুরী রাজা ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাংবাদিক বিকুল চক্রবর্তী।
উল্লেখ্য মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর প্রস্তাবনায় শ্রীমঙ্গলবাসীর সম্মিলিত উদ্যোগে ২০১০ সালে ১৪ বিজিবির অধিনায়ক থাকাকালীন সময়ে লে. কর্ণেল নরুল হুদা বধ্যভুমি সংরক্ষন করে সেখানে স্মৃতি স্তম্ভ স্থাপন করেন এবং বিভিন্ন নান্দনিক কর্মকান্ড পরিচালনা করেন। পরবর্তীতে ১৪ বিজিবি, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল সেক্টরের অনান্য অফিসার এবং শ্রীমঙ্গলের সুধীজনের সহযোগীতায় বর্তমানে এটি শ্রীমঙ্গলের একটি দৃষ্টি নন্দন বধ্যভুমিতে রুপাস্তরিত হয়। বর্তমানে এই বধ্যভুমিটি প্রতিদিন শত সহ¯্র দর্শনার্থী পরিদর্শন করেন। মতবিনিময়কালে নরুল হুদা জানান বর্তমানে এর উন্নয়নে তিনি আরো সহায়তা করবেন।
মন্তব্য করুন