মৌলভীবাজার ও হবিগঞ্জের মুক্তিযোদ্ধা অর্ন্তভুক্তির জন্য ‘ক’ শ্রেণীর মুক্তিযোদ্ধাদের জামুকা কর্তৃক যাচাই-বাচাই

September 21, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার ও হবিগঞ্জের মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভুক্তির জন্য আবেদনের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্যোগে ‘ক’ তালিকাভুক্ত ব্যক্তিগনের যাচাই-বাছাই করা হয়।

২১ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইসস্টিটিউট (পিডিইউ) মিলনায়তনে এ জামুকা কর্তৃক যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও সংসদীয় অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মো: আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন জামুকার ডিজি মো: জাহাঙ্গীর হোসেন ও সহকারী পরিচালক সুলেমান কবির। এসময় মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রতিটি উপজেলার ১১৩ জন। জামুকার সহকারী পরিচালক সুলেমান কবির, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রতিটি উপজেলার ১১৩ জন এবং সিলেট ও সুনামগঞ্জের ১৯৬ জনকে যাচাই বাছাইয়ে ডাকা হলেও বেশ কয়েকজন অনুউপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, সিলেট সার্কিট হাউসে সিলেট ও সুনামগঞ্জের ১৯৬ জনকে যাচাই বাছাই করা হয়। উভয় জায়গাতেই কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত হননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com