গ্রামবাসীর পাতানো ফাঁদে মেছোবাঘ আটক

September 22, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের মসজিদের মুয়াজ্জিনের পাতানো ফাঁদে ধরা পড়েছে একটি মেছোবাঘ ।

রোববার ২২ সেপ্টেম্বর ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে মো. রজব আলী (৫৫) এর পাতানো জালে আটকা পরে মেছো বাঘটি।

জানা যায়, বেশ কিছুদিন ধরে ভাড়াউড়া চা বাগানের মসজিদের মুয়াজ্জিন মো. রজব আলী সহ স্থানীয় বাসিন্দাদের পালিত হাঁস – মোরগ, নিখোঁজ হয়ে যেতে থাকে। এক পর্যায়ে রজব আলী শনিবার ২১ সেপ্টেম্বর রাতে তার নিজ বাড়িতে জাল পেতে একটি ফাঁদ তৈরী করলে সেই পাতানো ফাঁদে রোববার ভোরে মেছোবাঘটি আটকা পরে। সকালে আটককৃত মেছোবাঘটিকে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বনে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রায়ই বন্যপ্রানী গুলো খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে এবং মানুষের গৃহপালিত পশু-পাখি নিধন করছে কখনও বা মানুষের হাতে মারাও পরছে প্রাণীগুলো।

স্থানীয় বাসিন্দা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নুর মোহাম্মদ বলেন, বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষের ঘরের পশুপাখি নিখোঁজ হয় এ নিয়ে আমরা চিন্তিত ছিলাম বাঘটি ধরা পড়ায় এলাকায় স্বস্থির নিশ্বাস পড়েছে। পরে এলাকাবাসী বনবিভাগকে খবর দিলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বনকর্মী ও সিপিজিদের সাথে নিয়ে

মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে এসে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com