ফাদার ভোর্ডি ও ফাদার লেহান সিএসসি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
September 23, 2019,
বিকুল চক্রবতী॥ সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের আদিবাসী ও চা জনগোষ্ঠী মানুষের অংশগ্রহণে ফাদার ভোর্ডি ও ফাদার লেহান সিএসসি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক শ্রীমঙ্গলের গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাবকে ২/১ গোলে হারিয়ে চ্যম্পিয়ন হয়েছে কমলগঞ্জের কালেঞ্জি খাসিয়া পুঞ্জি।
২২ সেপ্টেম্বর রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ফুলছড়া গারো লাইন মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ, সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ।
এই খেলায় বিভিন্ন চা বাগান ও খাসিয়া পুঞ্জিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৮টি দল অংশগ্রহণ করে। খেলায় সকল নৃগোষ্ঠীর কয়েক হাজার মানুষ উপস্থিত হন।
মন্তব্য করুন