কমলগঞ্জে শব্দকর সমাজের ৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠী শব্দকর সমাজের ৫ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর বিকালে কমলগঞ্জ পৌরসভার গোবর্ন্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সভাপতি ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: আফজাল হোসেনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেখিকা সুজিতা সিনহা। বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, উপজেলা শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদের সভাপতি সঞ্জিত শব্দকর, সাধারণ সম্পাদক সুমন শব্দকর প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড ক্উান্সিলর মো: আফজাল হোসেন এর অর্থায়নে ১ হাজার টাকা করে ৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন।
মন্তব্য করুন