কমলগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের উদ্যোগে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ

September 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের উদ্যোগে ট্রাষ্টের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী ৭৭ জন অসহায় দরিদ্রদের মাঝে সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুরে রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্বজনীন দেবালয়ে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিক্রমকলস বশির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কান্তি পাল। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিশিষ্ট সনাতনী চিন্তাবিদ প্রমোদ রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে ৭৭ জন সনাতন ধর্মাবলম্বী অসহায় দরিদ্রদের মধ্যে নগদ ১৪শ’ টাকা করে মোট ১ লক্ষ ৭ হাজার ৮শ’ টাকা বিতরণ করা হয়েছে। জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমেদ ও তাঁর পারিবারিক বন্ধু ডাঃ প্রতিভা চক্রবর্তী, শ্রীমতি শাশ্বতী বসু ও শ্রীমতি বুলা মিত্রা, গীতা মুখার্জী, কুনকুন মুখার্জী ও নির্মল পাল চক্রবর্তী এর আর্থিক সহযোগিতায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বী দরিদ্রদের মধ্যে এসব নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

অনুষ্টানে আর্থিক অনুদান দাতার মঙ্গলকামনাসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুদানপ্রাপ্তরা শারদীয় দুর্গাপুজা উপলক্ষে এই আর্থিক অনুদান পেয়ে তারা আনন্দিত।

উল্লেখ্য, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট দীর্ঘদিন ধরে বাংলাদেশে অসহায় দরিদ্রদের মধ্যে কাজ করে যাচ্ছে। ঈদ, পূজা উপলক্ষে সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের লেখাপড়ার খরচসহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com