ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

September 24, 2019,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন জুড়ী থানার পুলিশ ফোর্স । অভিযানকালে পোস্ট অফিস রোডে অবস্থিত দত্ত আতপ রাইস মিলকে ৫ হাজার টাকা, ভাই ভাই ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে চাউলের আড়তে চাউলের বস্তার গায়ে দাম না লেখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন। এছাড়াও চাল আড়ৎদের মালিকদের নিয়ে চাউলের বস্তার গায়ে মূল্য লেখা সংক্রান্ত এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে পশ্চিমবাজার এবং টিসি মার্কেটে পিয়াজ রসুন সহকারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে তদারকি করা হয়। পিয়াজের দাম কিছুটা নিম্ন মূখী হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই পিয়াজ রসুনের দাম সহনীয় পর্যায়ে আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com