শ্রীমঙ্গলে ১৭টি মোবাইল সেটসহ চোর আটক

September 24, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ১৭টি মোবাইল সেটসহ এক মোবাইল চোরকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতের নাম সেলিম মিয়া। সে উপজেলার টিকরিয়া এলাকার চকগাঁত্ত গ্রামে শহিদুল হকের ছেলে।

এ চুরির ঘটনায় জড়িত অপর আসামি মৌলভীবাজার সদর থানাধীন সোনাপুর বড়বাড়ী বিপুল দাসের বাড়ি থেকে মঙ্গলবার রাত বারটার দিকে এই ১৭টি মোবাইল উদ্ধার করা হয়। তবে বাড়িতে না থাকায় বিপুল দাসকে আটক করা যায়নি।

জানা যায়, শহরের মক্কা মার্কেটের ব্যবসায়ী সেলিম মিয়া রবিবার ১৯টি মোবাইল সেট ভর্তি একটি ব্যাগ পাশে রেখে রেলওয়ে মসজিদে নামাজে বসেন। নামাজ পড়া শেষে তিনি আর তার ব্যাগ পাননি। পরে রেলওয়ে স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পান একটি ছেলে কাঁধে করে তার মোবাইল ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছে।

ওসি তদন্ত সোহেল রানা বলেন, আমরা প্রথমে ফুটেজ দেখে চোর শামীম মিয়াকে সনাক্ত করি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে অপর আসামি বিপুল দাসের বাড়ি থেকে মোবাইল উদ্ধার করি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com