মোটর ড্রাইভিং পরীক্ষায় প্রক্সি দেওয়ায় লিপন কারাগারে

September 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিআরটিএ অফিসে তত্বাবধানে মোটর ড্রাইভিং লাইসেন্স এর ব্যবহারিক পরিক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে লিপন মিয়া-৩৪ নামক এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও বিআরটিএ সূত্রে জানা যায় ২৫ সেপ্টেম্বর বুধবার মোটর যান ড্রাইভিং লাইসেন্স এর ব্যবহারিক পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলাকালীন সন্ধ্যা সাড়ে সাতটায় রোল নম্বর (১৬৭) মোঃ সাফিউল আলম, পিতা কামরুল মিয়া নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে লিপন মিয়া হালকা যান পরীক্ষায় অংশ নেয়। এসময় তাকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে সঠিকভাবে কোন উত্তর পাওয়া যায় নি। পরীক্ষায় দায়িত্বরত পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা তাকে ১ দিনের কারাদ- প্রদান করেন। মোঃ লিমন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার মাসকান্দি গ্রামের আরশাদ আলীর ছেলে।

বিআরটিএ মৌলভীবাজার এর মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খান বলেন অন্যজনের পরীক্ষায় প্রক্সি দেওয়ায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ১ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম শামসুজ্জামান বলেন এক জনের পরীক্ষা অন্য যে কেউ দেয়া শাস্তিযোগ্য অপরাধ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com