শ্রীমঙ্গলে দেশিও অস্ত্রসহ কিশোর গ্যাং গ্রুপের ৭ সদস্য আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পর্যটন নগরীর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর গ্যাং গ্রুপের ৭ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ টিকরিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রাসেল, শহরের বারিধারা এলাকার শাহ্ আলমের ছেলে ছাব্বির মিয়া, পরবেশ মিয়ার ছেলে কামরুল মিয়া, মৃত কাশেম মিয়ার ছেলে নাঈম মিয়া, তারা মিয়ার ছেলে রুয়েল মিয়া, চন্দ্রমনি দে’র ছেলে চয়ন দে, ও জেটি রোড এলাকার নুরুল আমিনের ছেলে নাহিদ মিয়া।
মঙ্গলবার রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বেগম রসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে দেশিয় অস্ত্র ২ টি রাম দা, ১টি লোহার পাইপ, ৩টি ছুরি ও ১ টি তারের টুকরা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বুধবার সন্ধ্যায় বলেন, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন। বেগম রসুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সামনে অস্ত্রসহ একদল সন্ত্রাসী জড়ো হয়েছে-এমন খবর পেয়ে আমরা সেখানে যাই এবং জনতার সহায়তায় দেশিয় অস্ত্রসহ ৭ কিশোরকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া চলছে ।
মন্তব্য করুন